১. বৈদেশিক কর্মসংস্থান ব্যবস্থাপনার উন্নয়ন সাধন ও বৈধ উপায়ে বিদেশ গমণের লক্ষ্যে বিদেশগামী কর্মীদের বাধ্যতামূলক রেজিস্ট্রেশন এবং Online এ ভিসা যাচাইসহ বিভিন্ন প্রকার সেবা প্রদান করে আসছে। ফলে বিদেশ গমণেচ্ছু কর্মীগণ স্বচ্ছতার সাথে অতি অল্প সময়ের মধ্যে বিদেশ গমণের প্রয়োজনীয় কার্যসমূহ সম্পন্ন করতে পারছে। ডিইএমও এর মাধ্যমে প্রতিদিন বিদেশ গমণেচ্ছু কর্মীগণ বিএমইটি’র ডাটাবেজে নিবন্ধিত হচ্ছে এবং ভিসাপ্রাপ্ত বিদেশগামী কর্মীদের ফিঙ্গারপ্রিন্ট কার্যক্রম সম্পাদন করা হচ্ছে । অবেধ অভিবাসন প্রতিরোধে ও জনসচেনতা বৃদ্ধির লক্ষ্যে ডিইএমও যশোরের আওতাধীন জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে ইলেকট্রনিক প্রিন্টের মাধ্যমে বিজ্ঞপ্তি প্রচার, অভিবাসন সম্পর্কে পুস্তিকা বিতরণ ও সচেতনতামূলক লিফলেট প্রকাশ, পোস্টার প্রদর্শিত সংক্রান্ত প্রচার প্রচারণা কার্যক্রম অব্যাহত রয়েছে।
২. নিরাপদ অভিবাসন নিশ্চিতকরণের লক্ষ্যে ব্যাপক প্রচার প্রচারণা বৃদ্ধি করায় মধ্যস্বত্ত্বভোগী /দালাল ও প্রতারক চক্রের দৌরাত্ম হ্রাস পেয়েছে। রেমিটেন্স প্রবাহ বৃদ্ধির জন্য প্রচার প্রচারণা অব্যাহত রাখায় রেমিটেন্সের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বিদেশ গমণেচ্ছু কর্মীগণ সঠিক দিক নির্দেশনা পাওয়ায় ডিইএমও, যশোরের আওতাধীন জেলা সমূহের বিদেশগামী কর্মীদের সংখ্যা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে।
৩. মাইগ্রেশন রিসোর্স সেন্টারের মাধ্যমে বিদেশ গমণেচ্ছু কর্মীদের চাহিদা অনুযায়ী তথ্য সরবরাহ ও সচেতনতামূলক প্রচার কার্যক্রমের মাধ্যমে মধ্যস্বত্ত্বভোগী শ্রেণীর দৌরাত্ম অনেকাংশে হ্রাস করা সম্ভব হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস