আমাদের অর্জন সমূহঃ
০১। জনগণের সেবার লক্ষ্যে অফিসের কার্যক্রমকে শতভাগ দুর্নীতিমুক্ত
হিসেবে পরিচালনা করা।
০২। বিদেশগামী কর্মীগণের বৈদেশিক রেজিস্ট্রেশন সম্পাদন।
০৩। বিদেশগামী কর্মীদের ফিংগার প্রিন্ট কার্যক্রম সম্পাদন।
০৪। বিদেশগামী কর্মীদের বহির্গমন ছাড়পত্র বা স্মার্টকার্ড প্রদান
কার্যক্রম সম্পাদন।
০৫। বিভিন্ন দিবস এবং মেলায় জনগণের সেবা প্রদানের মাধ্যমে জেলা
কর্মসংস্থান ও জনশক্তি
অফিস, এর শ্রেষ্ঠত্ব অর্জন পূর্বক প্রথম স্থান অধিকার ।
০৬। বিদেশগামী কর্মীদের দুর্ভোগ কমানোর জন্য স্থানীয় পর্যায়ে
রিক্রুটিং এজেন্সির অনুমোদনের
কার্যক্রম শুরু ।
০৭। কল্যাণ সংক্রান্ত কাজঃ
বিদেশে মৃত কর্মীর ওয়ারিশগণের আর্থিক অনুদান ও মৃত্যুজনিত
ক্ষতিপূরণ প্রদান।
০৮। বিদেশগামী কর্মীদের সুবিধার জন্য বৈদেশিক রেজিস্ট্রেশন,
ফিংগারপ্রিন্ট ও স্মার্টকার্ড এর
সরকারী ফি জমা দানের লক্ষ্যে ডিইএমএ, যশোর অফিসের মধ্যে
প্রবাসী কল্যাণ ব্যাংকের
অস্থায়ী বুথ/ কার্যালয় স্থাপন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস