দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর বৃটিশ ভারতে যুদ্ধ ফেরত সৈনিকদেরকে বেসামরিক পেশায় পুর্নবাসনে আন্তর্জাতিক শ্রম সংস্থা(ILO)সনদ এবং সুপারিশের আলোকে উপমহাদেশে 'এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ' গুলো সৃষ্টি করা হয় এবং সে মোতাবেক কাজ করতে থাকে। ১৯৭৬ সালে আইএলও সনদ ৮৭,৮৮,৯৬,৯৭ এবং বাংলাদেশ সংবিধানের ২৩(১) ও ২৯(ক) অনু: আলোকে 'এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ' গুলোকে পুর্নগঠন ও সংস্কার করে তৎকালীন বৃহত্তর ২১ জেলায় ২১টি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং দেশের বিভিন্ন অঞ্চলে ১২টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র নিয়ে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো(বিএমইটি) সৃষ্টি করা হয়। সরকার ১৯৯৪ সালে প্রশাসনিক পূর্ণবিন্যাস জনিত কারণে অভিবাসনের কল্যানের কথা চিন্তা করে মাঠ পর্যায়ে আরও নতুন ২১টি জেলায় জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস স্থাপন করে। বর্তমানে সারা দেশে মোট ০৬ টি মেরিন টেকনোলজী এবং ৬২ টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রে (টিটিসি) বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণ প্রদান করা হচ্ছে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস