সিটিজেন চার্টারঃ
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস বরগুনা এর কল্যাণ মূলক কার্যক্রমঃ-
ক) অভিবাসনে ইচ্ছুক কর্মীদের পেশা ও দক্ষতা ভিত্তিক কম্পিউটার ডাটাবেজ তৈরী এবং এর মধ্যে হতে বিদেশে কর্মী প্রেরণ নিশ্চিত করণ।
খ) বৈদেশিক কর্মসংস্থান সংক্রামত্ম যাবতীয় তথ্য প্রদান এবং দালালদের মাধ্যমে বিদেশ গমনেচ্ছু কর্মীদের হয়রানী বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ।
গ) জনশক্তি রপ্তানী বৃদ্ধির স্বার্থে সরকার কর্তৃক গৃহিত যে কোন পদক্ষেপ যথাযথভাবে বাসত্মবায়নে সহযোগিতা প্রদান।
ঘ) মৃত কর্মীর বিমান ভাড়া নিয়োগ কর্তার অপারগতায় রাষ্ট্রীয় খরচে দেশে আনা হয়।
ঙ) বিদেশে মৃত্যু কর্মীর লাশ দেশে আনা ও দাফন কার্যে ৩৫,০০০/- (পয়ত্রিশ হাজার) টাকা পর্যমত্ম সহায়তা প্রদান করা হয়।
প্রয়োজনঃ সাদা কাগজে আবেদন, মৃত্যুর মূল পাসপোর্ট, ডেথ সার্টিফিকেট, এয়ারওয়েজ বিল, উত্তরাধিকারী সনদ ও সত্যায়িত ছবি।
চ) বিদেশে কর্মরত মৃত্যু বাংলাদেশী কর্মীদের আর্থিক ক্ষতিপূরণ, আদায় ও বিতরণঃ-সংশিস্নষ্ট নিয়োগকর্তা হতে বকেয়া পাওনা ও ক্ষতিপূরণ আদায়ের ব্যবস্থা করা হয়। নিয়োগকর্তা হতে ক্ষতিপূরণ না পাওয়া গেলে মৃত্যুর উত্তরাধিগণকে কল্যাণ তহবিল হতে ২,০০,০০০/- (দুই ্লক্ষ) টাকা পর্যমত্ম আর্থিক অনুদান প্রদান করা হয়।
প্রয়োজনঃ সাদা কাগজে আবেদন, মৃত্যুর মূল পাসপোর্ট, ডেথ সার্টিফিকেট, উত্তরাধিকারী সনদ, ফরায়েজ নামা, অভিভাবকত্ব সনদ (প্রযোজ্য ক্ষেত্রে) চেয়ারম্যান কর্তৃক সনদ ও সত্যায়িত ছবি।
ছ) বিদেশে ক্ষতিগ্রস্থ কর্মীদের প্রয়োজন বোধে আর্থিক ও আইনী সহায়তাঃ-বিদেশের জেলে আটক কর্মীকে সংশিস্নষ্ট দেশে অবস্থিত বাংলাদেশ দুতাবাসে নিয়োজিত কর্মকর্তা বা আইনজীবী দ্বারা জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুর্যোর মাধ্যমে সহায়তা প্রদান করা হয়। বিদেশে দুর্ঘটনায় পতিত প্রত্যাগতদের চিকিৎসা ও পুর্নবাসনে সহযোগিতা প্রদান করা হয়।
জ) জনশক্তি অফিসে ডাটাবেজে নাম রেজিষ্ট্রেশন করণঃ-চাকুরী নিয়ে বিদেশে যাওয়ার আগে, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের ডাটাবেজে নাম রেজিষ্ট্রেশন বাধ্যতামূলক। রেজিষ্ট্রেশনের জন্য মহাপরিচালক, জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ বুর্যোর বরাবরে সোনালী ব্যাংক থেকে ৮০/- টাকার ব্যাংক ড্রাফট, ২ কপি পাসপোর্ট সাইজের ছবি, নাগরিকত্বের সনদপত্র অন্যান্য সনদপত্রের সত্যায়িত কপি সহ নির্ধারিত ফরম যথাযথভাবে পূরণ করে আবেদন করম্নন।
ঝ) এজেন্সি ঠিক করাঃ-লাইসেন্সদারী রিক্রুটিং এজেন্সি পারে আপনাকে বৈধভাবে বিদেশে পাঠাতে। লাইসেন্সদারী সকল রিপোটিং এজেন্সির ঠিকানা সম্বলিত তালিকা জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস অথবা বিএমইটি থেকে সংগ্রহ করতে পারেন।
ঞ) নারী শ্রমিক অভিবাসনের নিয়মঃ- প্রাপ্ত বয়স্ক যে কোন নারী কর্মী, নার্স, গার্মেন্টস্ পেশায় কাজ করতে মধ্যপ্রাচ্য সহ পৃথিবীর বিভিন্ন দেশে পুরম্নষ কর্মীর তুলনায় কম খরচে যেতে পারেন। গৃহ কর্মী গার্মেন্টস্ কর্মী হিসাবে আপনার বয়স ২৫ হইতে ৩৯ বছর হতে হবে। অবিবাহিত নারী শ্রমিকের পিতার অবর্তমানে স্থানীয় বৈধ অভিভাবক এবং বিবাহিত হলে স্বামীর সম্মতি সূচক সার্টিফিকেট প্রয়োজন। সরকারী উদ্যোগে বিদেশে যেতে হলে জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসে সরাসরি যোগাযোগ করতে পারেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস